• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু ৯ ডিসেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ২৩:১০
বাকৃবি
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ৯ ডিসেম্বর। ওইদিন থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৯, ১০, ১১ ও ১২ ডিসেম্বর তারিখের মধ্যে যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত রিপোর্টিং স্থানসমূহে (প্রশাসন ভবন সংলগ্ন আমতলা, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন, সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউট অফিস এবং টিএসসি কনফারেন্স হল) সশরীরে উপস্থিত থেকে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।

সশরীরে বাকৃবিতে উপস্থিত হবার পূর্বে আগামী ৪ থেকে ১২ ডিসেম্বর তারিখের মধ্যে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের এই লিংকে (https://bau.edu.bd/ug_admission) প্রবেশ করে পিন এবং রোল নম্বর দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য প্রদান, পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে এডমিশন ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম, পে স্লিপ তৈরি হবে যা ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং ভর্তির দিন জমা দিতে হবে।

এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও আনুষঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ছয় হাজার দুইশত চৌদ্দ টাকা। অনলাইনে দশ হাজার টাকা প্রদান করায় প্রার্থীদেরকে নগদ কোনো অর্থ প্রদান করতে হবে না। অনলাইনে প্রদানকৃত দশ হাজার টাকা থেকে ছয় হাজার দুইশত চৌদ্দ টাকা কর্তন করে অতিরিক্ত টাকা পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের পূবালী ব্যাংকের একাউন্টে ফেরত দেওয়া হবে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে ৪ হাজার পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
ময়মনসিংহে কীটনাশক কারখানার আগুন নিয়ন্ত্রণে
ময়মনসিংহে আওয়ামী লীগের ৮ নেতা গ্রেপ্তার
ময়মনসিংহে বিভাগীয় কমিশনার ও ফেনীর ডিসি পদে নতুন মুখ