• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

রাবি প্রশাসনকে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ ডিসেম্বর ২০২৪, ২১:০৭
রাবি প্রশাসনকে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি
ছবি : আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ১০ দফা স্মারকলিপি দেওয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বরাবর এই স্মারকলিপি দেয় ছাত্র ইউনিয়ন রাবি শাখা।

দাবিগুলোর মধ্যে, বিশ্ববিদ্যালয়ের ফরম ফিল-আপ, ভর্তি এবং এই সংক্রান্ত পেমেন্ট পদ্ধতি অনলাইন ব্যাংকিং সার্ভিসসহ যাবতীয় অফিসিয়াল কার্যসমূহ সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করতে হবে; সেন্ট্রাল লাইব্রেরিতে বই নিয়ে প্রবেশের সুযোগ দিতে হবে, কোর্স রিলেটেড পর্যাপ্ত বই থাকতে হবে এবং সার্বক্ষণিক বিদ্যুৎ ও সু-উচ্চসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করতে হবে; বিশ্ববিদ্যালয়ের বাসের শিডিউল বাড়াতে হবে এবং রাতের সিডিউলে বাসের সংখ্যা বাড়াতে হবে; গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে; অতিদ্রুত রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে; বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচল প্রশাসনিক নজরদারি বাড়াতে হবে।

এ ছাড়াও আবাসিক হলের ডাইনিংএ ভর্তুকি বাড়িয়ে খাবারের মান বৃদ্ধি করতে হবে; রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিক্যাল আধুনিকায়ন সহ চিকিৎসা সেবা উন্নত করতে হবে; ক্যম্পাসে অভ্যন্তরীণ চলাচলে সকল রাস্তায় গতিসীমা নির্দিষ্ট করে দৃশ্যমান সাইনবোর্ড বাড়াতে হবে; বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের সুবিধার্থে রিকশা সংখ্যা নির্দিষ্টকরণ করতে হবে এবং এর বাহিরে বহিরাগত সকল প্রকার যান চলাচলে সতর্কবার্তা সহ এই সেক্টরে প্রক্টরিয়াল টিমের মনিটরিং সেল সক্রিয় করতে হবে।

ছাত্র ইউনিয়নের সভাপতি মাসুদ কিবরিয়া বলেন, ‘আমরা ছাত্রবান্ধব কাজ করে থাকি। ছাত্রদের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনির্দিষ্টকালের জন্য রাবি প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুমকি
শেখ হাসিনাকে ফেরাতে ঢাবি ভিসিকে বিপ্লবী ছাত্র পরিষদের স্মারকলিপি
ভারতীয় হাইকমিশনকে দেওয়া বিএনপির ৩ সংগঠনের স্মারকলিপিতে যা ছিল  
ভারতীয় দূতাবাসে বিএনপির তিন সংগঠনের স্মারকলিপি প্রদান