• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন 

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:১০
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন 
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ২০২৪-২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক সমকালের ইমরান হুসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা পোষ্টের মাহতাব লিমন।

রোববার (১৫ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ ছাড়া কমিটিতে সহ-সভাপতি হয়েছেন দ্যা পিপলস টাইমের আসাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশের সাজেদুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের জুনায়েত শেখ, দপ্তর সম্পাদক পদে দৈনিক যুগান্তরের সাকেরুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক নয়া দিগন্তের নূর আলম। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলোর মোশফিকুর রহমান ইমন ও দৈনিক আমার সংবাদের আব্দুল্লাহ আল মামুন।

এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত বৃহস্পতিবার ইমরান হোসাইনকে সভাপতি, মাহতাব লিমনকে সাধারণ সম্পাদক, সাজেদুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক, নূর আলম অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন সাকেরুল ইসলাম।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দ্য নিউ এইজের সিনিয়র স্টাফ রিপোর্টার ও এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব) এর সাধারণ সম্পাদক ও জবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সোলাইমান সালমান। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও জবি সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাশিম মোল্লা ও দৈনিক ভোরের দর্পনের বার্তা সম্পাদক জবি সাংবাদিক সমিতির সাবেক সহ-সভাপতি যুবাঈর হুসাইন সামী।

এ দিন নির্বাচন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন নবিনির্বাচিত কমিটির সদস্যরা। এসময় উপাচার্য ড. মো. রেজাউল করিম নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে। সেই সাথে আরো বেশি দ্বায়িত্বশীলতার সাথে ক্যাম্পাসকে এগিয়ে নিবে সেই প্রত্যাশা।

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, জনসংযোগ দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক আনোয়ারুস সালামসহ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি মাহমুদুল হাসান তানভীর, সাধারণ সম্পাদক মো. মামুন শেখ ও সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ দাবি নিয়ে সচিবালয়ে জবি শিক্ষার্থীরা, সড়ক অবরোধ
জবির প্রধান ফটকে তালা, দুই ভবন শাটডাউন
শিক্ষার্থীদের অনশনে একাত্মতা জানিয়ে জবি উপাচার্যকে শিবিরের ৬ দাবি
কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে দাবি আদায়, অনুসন্ধান কমিটি গঠন