• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২৪, ২৩:১৩
নোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ
ছবি : সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষক। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (১৫ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুসারে ড. মুহাম্মদ হানিফ (মুরাদ), সাবেক ডিন, বিজ্ঞান অনুষদ এবং অধ্যাপক, ফলিত গণিত বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে তার যোগদানের তারিখ থেকে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।

নোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হানিফ মুরাদ আরটিভিকে বলেন, প্রথমে আমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি, শিক্ষা উপদেষ্টা ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের বিধি ও আইন অনুসারে সততা এবং নিষ্ঠার সহিত পালন করব।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে আমার শিক্ষার্থীরা যে বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে জীবন বাজি রেখে আন্দোলন করেছে আমি তাদের উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়কে দেশ ও বিশ্বের বুকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করতে চাই। আমার সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী তথা পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের সহায়তা কামনা করছি।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক মামুন
বিজয় দিবসে নোবিপ্রবির বঙ্গবন্ধু হলে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোবিপ্রবিতে ইংরেজি বিভাগের জমকালো ওয়েস্ট উইন্ড অনুষ্ঠিত
নোবিপ্রবি উপাচার্যের সাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অনলাইন মিটিং অনুষ্ঠিত