জাতীয় স্মৃতিসৌধে গবিসাসের শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে সমিতির সহ-সভাপতি ইউনুস রিয়াজে ও সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকির নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।
এ সময়ে সংগঠনটির সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকি বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে যে সংগ্রাম হয় তা আজও চলমান। এই সংগ্রাম-বিজয়ের অংশীজন আমরা সবাই। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাবো আমরা বলে আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘প্রতিবছর বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে গবিসাসের কমিটির মেয়াদের সমাপ্ত ঘোষণা করা হয়। এ বছরেও তার ব্যতিক্রম নয়। খুব শিগগিরই নতুন কমিটি প্রকাশ করা হবে।’
এ সময় গবিসাসের আজীবন উপদেষ্টার মুখপাত্র তাজবিদুল ইসলাম শিহাব, উপদেষ্টা রিফাত মেহেদী, গবিসাসের সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমকে
মন্তব্য করুন