বিজয় দিবসে নোবিপ্রবির বঙ্গবন্ধু হলে সাংস্কৃতিক অনুষ্ঠান
মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বঙ্গবন্ধু হলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) হল প্রাঙ্গণে জমকালো আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে দিনব্যাপী সাজসজ্জার কাজ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠান উপলক্ষে সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের গান, নৃত্য, আবৃত্তি ও অভিনয় পরিবেশন করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণ শেষে হলে গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের একমাত্র মিউজিক ক্লাব ধ্রুপদের সদস্যরা।
হল সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরের শুরু থেকেই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে হল কর্তৃপক্ষ। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিলো ঝুড়িতে বল নিক্ষেপ, লং জাম্প, মিউজিক্যাল চেয়ার,
পিলো পাসিং, দাবা, লুডু, ব্যাডমিন্টন ইত্যাদি।
বঙ্গবন্ধু হলের প্রভোস্ট নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজুয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম, ছাত্র-পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মো. নিজাম উদ্দীন এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার। এ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, হলের সহকারী প্রভোস্টবৃন্দ, আবাসিক শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমকে
মন্তব্য করুন