• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

১৪ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে হল

আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬
ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শীতকালীন অবকাশ ও বড়দিন উদযাপন উপলক্ষে ১৪ দিনের ছুটি শুরু হয়েছে। এই সময়ে সবধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী।

বিশ্ববিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডার সূত্রে জানা যায়, বুধবার (১৮ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত ১৪ দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এবং ২২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন অফিস বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৩০ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস ও ১ জানুয়ারি বুধবার থেকে ক্লাস-পরীক্ষা চালু হবে।

এর মধ্যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছেন। এদিকে শিক্ষার্থী কমে যাওয়ায় আবাসিক হলগুলোর ডাইনিং ও ক্যাফেটেরিয়া বন্ধ ঘোষণা করেছে হল প্রভোস্ট ও ক্যাফেটেরিয়া পরিচালক। ক্যাম্পাস খুললে আবারও এগুলো চালু হবে।

বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ আমীর শরীফের কাছে হল খোলা রাখা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, শীতকালীন ছুটিতে আবাসিক হলগুলো যথারীতি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবু সাঈদ হত্যা মামলা: বেরোবির সাবেক প্রক্টর বরখাস্ত
আবু সাঈদ হত্যা, বেরোবির সাবেক প্রক্টর ৩ দিনের রিমান্ডে
আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার
বেরোবির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ‘জুলাই অভ্যুত্থানের ইতিহাস’