• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

গবিসাসের নেতৃত্বে সানজিদা-ইভা

গবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:১০
গবিসাসের নেতৃত্বে সানজিদা-ইভা
ছবি : আরটিভি

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) দ্বাদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সানজিদা জান্নাত পিংকিকে সভাপতি এবং বাংলাভিশনের প্রতিনিধি ইভা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে এক বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করেন সিলেকশন কমিটির সদস্য মো. রিফাত মেহেদী।

৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি জিয়াউর রহমান শোভন (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল গণি উসমানি (সময়ের কন্ঠস্বর), অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম নিরব (বার্তা বাজার), সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান (সাম্প্রতিক দেশকাল), দপ্তর সম্পাদক আবু হুরায়রা (দ্য ডেইলি ক্যাম্পাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহিদুজ্জামান সিয়াম (দৈনিক মানবজমিন)।

এ কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন একাদশ কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. আখলাক ই রাসূল। গবিসাসের সদ্য বিদায়ী সহ-সভাপতি মো. ইউনূস রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর সহযোগী অধ্যাপক মো. রফিকুল আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সংগঠন ও ক্লাবের প্রতিনিধিবৃন্দ। এ ছাড়াও গবিসাসের সাবেক দায়িত্বশীলরাও কমিটি ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন।

গবিসাসের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো এ কমিটিকে অভিনন্দন জানায়।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণ বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা
জাতীয় স্মৃতিসৌধে গবিসাসের শ্রদ্ধাঞ্জলি 
গবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান ও মাঠের সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা 
গবি শিক্ষার্থীকে মারধর, ইতিহাস পরিবহনের ১৭ বাস আটক