র্যাংক সাফারির পৃষ্ঠপোষকতায় গ্রিন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গ্রিন ইউনিভারসিটিতে অনুষ্ঠিত হলো ষষ্ঠ ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি (এসটিআই) ৫.০’ আন্তর্জাতিক সম্মেলন। বিশ্বের ৩২টি দেশের বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী এবং শিক্ষকরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
দেশের অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি স্বনামধন্য আইটি কোম্পানি ‘র্যাংক সাফারি’ সম্মেলনটিতে পৃষ্ঠপোষকতা করে। সম্মেলনে অংশগ্রহণ করেন কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও ইমরান হোসেইন।
ইমরান হোসেইন, যুবায়ের উদ্দিন রাকিব ও সোহান হোসেইনের সমন্বয়ে গঠিত একটি দল সম্মেলনে তাদের গবেষণাপত্র ‘Design of a Compact Head Implantable Antenna for Implanted Biomedical Devices’ প্রদর্শন করেন। দলের নেতৃত্ব দেন গ্রিন ইউনিভারসিটির তড়িৎ ও বৈদ্যুতিক প্রকৌশল (ইইই) বিভাগের সহযোগী চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ নাজমুস সাকিব।
মানব মস্তিষ্কে স্থাপনযোগ্য অ্যান্টেনার সাহায্যে শারীরিক অবস্থার তথ্য জানার অসাধারণ প্রযুক্তি গবেষণাপত্রে তুলে ধরা হয়, যা চিকিৎসা বিজ্ঞানে একটি নতুন সংযোজন। প্রাথমিকভাবে এর চিপ ডিজানেই সাফল্য পাওয়া গেছে।
আরটিভি/একে
মন্তব্য করুন