• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

পোষ্য কোটা সংস্কারসহ ৪ দফা দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৭
ছবি : আরটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পোষ্য কোটার যৌক্তিক সংস্কারসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এ সময় উপাচার্য কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, ভর্তি পরীক্ষার আবেদন ফি এবং ইউনিট কমানো ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা পদ্ধতি চালুর দাবি জানান।

মানববন্ধনে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহদি বলেন, আমরা দেখতে পাই, পোষ্য কোটার বদৌলতে কম নম্বর পেয়ে অনেকে ভর্তির সুযোগ পাচ্ছে, তারা কোটার মাধ্যমে ভর্তি হলেও অনেকেই তাদের পড়াশোনা শেষ করতে পারেন না। অন্যদিকে অনেক মেধাবী শিক্ষার্থী অধিক নম্বর পেয়েও ভর্তিযুদ্ধে হেরে যাচ্ছে।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির প্রেক্ষিতে মৌখিক আশ্বাস দিলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। আমরা কোনো সদুত্তর না পেলে আগামী ১ কর্মদিবস পরে প্রশাসনিক ভবন ঘেরাও করব। এই সমস্যাগুলোর সমাধান না করে কোনোভাবেই ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হতে দেওয়া যায় না।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় নদীর তীরে দাঁড়িয়ে ভাঙন রক্ষায় মানববন্ধন
আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
জাবিতে নেপালি শিক্ষার্থী আটক
জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ জানুয়ারি