• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

অনির্দিষ্টকালের জন্য রাবি প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুমকি

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৩০
অনির্দিষ্টকালের জন্য রাবি প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুমকি
ছবি : সংগৃহীত

পোষ্য কোটা বাতিল, ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিচারের আওতায় আনা এবং আবেদন ফি কমাতে না পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে এ হুমকি দেন।

তিনি পোস্টে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০/৬০০/৭০০ টাকা। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২০০ টাকার বেশি। আবেদন ফি বাণিজ্য একটি সফল ব্যবসা। যেটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওস্তাদ। বিজয়ের পর এমন প্রশাসন দেখে লজ্জা লাগে। তারা শিক্ষার্থীবান্ধব কোনো সিদ্ধান্ত নেয়নি। শুধু চেতনার কথা শুনায়।

তিনি আরও বলেন, পোষ্য কোটা বাতিল, ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিচারের আওতায় আনা এবং আবেদন ফি কমানো এসব সিদ্ধান্ত এই প্রশাসন নেওয়ার ক্ষমতা পেয়েও করেনি। তাদের হাতে আর ৫দিন সময়। এর মধ্যে না করলে ২ জানুয়ারি থেকে প্রশাসনিক ভবনে তালা ঝুলবে অনির্দিষ্টকালের জন্য।

এ বিষয়ে জানতে চাইলে রাবির উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘এই মুহূর্তে মন্তব্য করার মতো কিছুই নেই। আমি রাজশাহীর বাহিরে আছি, ফিরে এসে বিষয়টি দেখব।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে ৩৩ জন শিক্ষার্থীকে শাস্তি, জানা গেল নাম পরিচয় 
নানা আয়োজনে রাবি প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বঙ্গভবনে যাওয়ার দাওয়াত পেয়েও প্রত্যাখ্যান করল রাবির সমন্বয়ক
বিজয় দিবসে রাবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি