পিসিআইইউ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের দৈনিক পূর্বকোণ পরিদর্শন
ব্যবহারিক জ্ঞান অর্জনের উদ্দেশ্যে দৈনিক পূর্বকোণ অফিস পরিদর্শন করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিভাগের তৃতীয় বর্ষের ৩০জন শিক্ষার্থীর প্রতিনিধি দল এই পরিদর্শনে অংশগ্রহণ করেন।
গণমাধ্যম ব্যবস্থাপনা ও সংবাদপত্রের পৃষ্ঠাসজ্জা কোর্সের ফিল্ড ওয়ার্কের অংশ হিসেবে কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক দিলরুবা আক্তারের তত্ত্বাবধানে এই শিক্ষামূলক পরিদর্শনের আয়োজন করা হয়।
দৈনিক পূর্বকোণের নগর সম্পাদক নওশের আলী খান এবং প্রধান প্রতিবেদক সাইফুল আলম শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মুদ্রণ ও অনলাইন মাধ্যমে সাংবাদিকতার বহুমুখী ধারণা, বিজ্ঞাপন কৌশল, সংবাদ মাধ্যমের চ্যালেঞ্জ, পৃষ্ঠাসজ্জায় নন্দনতত্ত্ব, মালিকানা ও প্রেষণা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরবর্তীতে শিক্ষার্থীরা দৈনিক পূর্বকোণের বার্তা, বিজ্ঞাপন, অনলাইন, মফস্বল বিভাগ এবং ছাপাখানা ঘুরে দেখেন।
এই অভিজ্ঞতা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর তাসলিমা আক্তার ইরিন, দৈনিক পূর্বকোণের বার্তা সম্পাদক হাসনাত মোরশেদ, মহাব্যবস্থাপক মোজাম্মেল জিলানী, নিউজরুম এডিটর (অনলাইন) এহসানুল হক, নিজস্ব প্রতিবেদক সারোয়ার আহমদ, ইমরান বিন সবুর, আরাফাত বিন হাসান প্রমুখ।
আরটিভি/এমকে
মন্তব্য করুন