ভেঙে গেল ঢাবি শিক্ষকদের সাদা দল, বিদ্রোহীদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বিদ্রোহী নেতারা কমিটি পুনর্গঠিত করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল ভেঙে দুই দলে ভাগ হয়ে গেছে।
রোববার (৫ জানুয়ারি) পুনর্গঠিত কমিটির পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।
কেন্দ্রীয় কমিটিতে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম তালুকদার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। এছাড়া দুই যুগ্ম আহ্বায়ক হলেন- তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। কমিটির সদস্যরা হলেন- প্রফেসর ড. মো. শাহ এমরান, প্রফেসর ড. মো. ওয়াহেদুজ্জামান, প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ মামুন চৌধুরী, রেজা আসাদ আল হুদা অনুপম, প্রফেসর ড. সাইয়েদ মাহমুদ উল্লাহ, প্রফেসর ড. মো. হুমায়ুন কবীর, প্রফেসর ড. মো. রিদওয়ানুল হক, প্রফেসর ড. মো. ইলিয়াস আল-মামুন, প্রফেসর ড. জাকির আহমেদ চৌধুরী।
এছাড়া কমিটিতে উপদেষ্টা পরিষদের তিন সদস্য হলেন- ফার্মেসি অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেলিম রেজা, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এস এম মোস্তফা আল মামুন, রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. এমরান কাইয়ুম।
বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষে সাদা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রামের প্রেক্ষাপটে সংঘটিত জুলাই আন্দোলনের আদর্শ ও চেতনা ধারণ করে সাদা দল এগিয়ে যেতে সংকল্পবদ্ধ।
আরও আরও জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে এই আহ্বায়ক কমিটি অনুষদভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। কমিটির মেয়াদ হবে এক বছর। প্রতি বছর দলের কমিটি পরিবর্তিত হবে এবং নতুন নেতৃত্ব আসবে। রোববার এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আরটিভি/কেএইচ
মন্তব্য করুন