জবি প্রক্টরের গাড়িতে হামলা, আহত ৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে প্রক্টরসহ ৩ জন আহত হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তাঁতীবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, জবি প্রক্টরের গাড়ি পুরান ঢাকার তাঁতীবাজার এলাকা পার হওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে পাশের একটি অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা অ্যাম্বুলেন্সে হামলা চালায়। কিছুক্ষণের মধ্যে ৬০ থেকে ৭০ জন গুলিস্তান থেকে এসে প্রক্টরের গাড়িতে হামলা চালায়।
হামলার বিষয়ে ড. তাজাম্মুল হক বলেন, অ্যাম্বুলেন্সের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ইটের টুকরো, পাথর ছুড়তে শুরু করেন। পাঁচ-সাত মিনিটের মধ্যে শতাধিক মানুষ জড়ো হয়ে প্রথম আমার চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। আমি বাইরে বের হলে তারা আমাকেও মারধর করেন।
বংশাল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমরা বাদশা ও রিফাত নামে দুইজনকে গ্রেপ্তার করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করেছে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা তদন্ত শুরু করেছি।
এদিকে এ ঘটনার প্রতিবাদে তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আরটিভি/এসএপি/এস
মন্তব্য করুন