• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

জবি প্রক্টরের গাড়িতে হামলা, আহত ৩

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৫, ০৫:৫০
সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে প্রক্টরসহ ৩ জন আহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তাঁতীবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, জবি প্রক্টরের গাড়ি পুরান ঢাকার তাঁতীবাজার এলাকা পার হওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে পাশের একটি অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা অ্যাম্বুলেন্সে হামলা চালায়। কিছুক্ষণের মধ্যে ৬০ থেকে ৭০ জন গুলিস্তান থেকে এসে প্রক্টরের গাড়িতে হামলা চালায়।

হামলার বিষয়ে ড. তাজাম্মুল হক বলেন, অ্যাম্বুলেন্সের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ইটের টুকরো, পাথর ছুড়তে শুরু করেন। পাঁচ-সাত মিনিটের মধ্যে শতাধিক মানুষ জড়ো হয়ে প্রথম আমার চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। আমি বাইরে বের হলে তারা আমাকেও মারধর করেন।

বংশাল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমরা বাদশা ও রিফাত নামে দুইজনকে গ্রেপ্তার করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করেছে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা তদন্ত শুরু করেছি।

এদিকে এ ঘটনার প্রতিবাদে তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরটিভি/এসএপি/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মিনারে হামলাকারীদের জামিনে জাতীয় বিপ্লবী পরিষদের উদ্বেগ
এক বছরে ইসরায়েলের হামলায় প্রায় ১ হাজার মসজিদ ক্ষতিগ্রস্ত
ফারুকের ওপর হামলা, ২ শিক্ষার্থী গ্রেপ্তার
ইউক্রেনে রাতভর ড্রোন হামলা চালাল রাশিয়া