• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কমপ্লিট শাটডাউনে জবি, সচিবালয় অভিমুখে পদযাত্রা

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:১১
কমপ্লিট শাটডাউনে জবি, সচিবালয় অভিমুখে পদযাত্রা
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের দাবিতে অনশনরত শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী তাদের দাবি নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন।

এ সময় বোটানি ডিপার্টমেন্টের ১৩ ব্যাচের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, ‘এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুস্পষ্ট বার্তা দিতে পারেনি। এমনকি সরকারের পক্ষ থেকেও কোনো বার্তা আসেনি।’

‎‎তিনি বলেন, ‘মন্ত্রণালয়, ইউজিসি, সেনা কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একসঙ্গে বসার বা সভার কোনো ঘোষণা আসেনি। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছি।’

এর আগে, সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ও অনশন পালন করেন শিক্ষার্থীরা।

অনশন থেকে অসুস্থতার কারণে প্রায় ১৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে উপাচার্য আশ্বাস দিলেও ধর্মঘট ভাঙতে রাজি হননি তারা।

সচিবালয়ের সামনে তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই আমাদের এ কার্যক্রম আরও সহজ ও ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। মিটিংয়ে প্রকল্পের অবস্থা বিশ্লেষণ করা হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সভায় আমরা আমাদের দাবির অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ের সামনে থেকে শিক্ষানবিশ এসআইদের সরিয়ে দিয়েছে পুলিশ
জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, বুধবার পর্যন্ত ‘শাটডাউন’
গেট বন্ধে ভোগান্তিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা 
৩ দাবি নিয়ে সচিবালয়ে জবি শিক্ষার্থীরা, সড়ক অবরোধ