• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

৫ বছর পর রাবির দ্বাদশ সমাবর্তন, তারিখ ঘোষণা 

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৫, ২৩:২৬
৫ বছর পর হতে যাচ্ছে রাবির দ্বাদশ সমাবর্তন, তারিখ ঘোষণা 
ছবি: সংগৃহীত

পাঁচ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

বিবৃতিতে আর বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উক্ত সমাবর্তন অনুষ্ঠান। সমাবর্তনে ছয় হাজারেরও বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। অনুষ্ঠানের বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।

সমাবর্তনের তারিখ ঘোষণার পর পরই শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। সমাবর্তনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সামিউল আলম বলেন, একজন স্নাতকধারী শিক্ষার্থীর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে সমাবর্তনের দিন। অবশেষে আমিও সেই মাহেন্দ্রক্ষণে নিজেকে শামিল করে নিতে যাচ্ছি। নিজেকে সৌভাগ্যবানদের কাতারে মনে করছি। আলহামদুলিল্লাহ! বাবা-মায়ের ঘামে ভেজা অর্জনের এদিনে তাদেরকেই উৎসর্গ করতে পারবো এটা ভেবে অশ্রুসিক্ত হয়ে যাচ্ছি এখনই। বন্ধু-বান্ধব, অনুজ-অগ্রজদের একসাথে দেখার জন্য মুখিয়ে আছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এক ফেসবুক পোস্টে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ঐতিহাসিক দিন আয়োজন করতে যাচ্ছি। ১৭ ফেব্রুয়ারি তারিখে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে। আমরা এই আয়োজন সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, রাবির সর্বশেষ (একাদশ) সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। পাঁচ বছর পর আবারও এমন আয়োজন বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাইব্রেরি ও দুই হলের নাম পরিবর্তন করল ববি শিক্ষার্থীরা
জাবি প্রেস ক্লাবের সভাপতি ওয়াজহাতুল, সম্পাদক তানভীর
রাজশাহীর হয়ে বিপিএল মাতাতে আসছেন পেসার কামিন্স 
কুমিল্লায় ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু