• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

চবিতে দেশীয় মদসহ আটক ২

আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৪১
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পুরাতন কলা ভবনের ক্যান্টিনে অভিযান চালিয়ে দেশীয় মদসহ দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় পালিয়ে যান এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়।

আটক শিক্ষার্থীরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের নুর মোহাম্মদ ইমন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের মোহাম্মদ আশিকুর রহমান। তবে এসময় সমাজতত্ত্ব বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ রিমন পালিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন গণমাধ্যমকে বলেন, অভিযানের সময় তারা গাঁজা সেবনরত অবস্থায় আটক হন। তাদের কাছ থেকে প্রায় এক লিটারের দেশীয় মদ এবং গাঁজার বড় চালান উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এটি স্বাভাবিক মাদকসেবন নয় বরং বড় ধরনের মাদকের চালান। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গা আটক
সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
রাজশাহীতে সমন্বয়ক পরিচয়ে ছাত্রকে জিম্মি, আটক ৩