• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

ববিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত 

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৫, ২২:২১
ববিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত 
ছবি : আরটিভি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ আকরাম স্পোর্টিং ক্লাব কর্তৃক আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন গ্রাউন্ডে এ খেলার আয়োজন করা হয়। খেলায় মোট ১২টি দলের অংশগ্রহণে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের একটি দল চ্যাম্পিয়ন এবং বাংলা বিভাগের শিক্ষার্থীদের একটি দল রানার্স আপ হয়।

খেলার আয়োজক কমিটির অন্যতম সদস্য জিয়াদুল ইসলাম বলেন, ‘স্বৈরশাসক দেশের প্রতিটি গ্রাম মহল্লাসহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মাদককে এতোটাই সহজলভ্য করেছিল যে ছাত্র-ছাত্রীসহ দেশের যুব সমাজ নেশার মরণ ফাঁদের কিনারায় ছিল সব সময়। অনেকের জীবন নষ্ট হয়ে গেছে, পরিবার ধ্বংস হয়ে গেছে। ছাত্র-ছাত্রী, যুব সমাজকে নেশা থেকে দূরে রাখার জন্য আমরা নিয়মিত শহীদ ওয়াসিম আকরাম স্পোটিং ক্লাবের আয়োজনে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করব।’

আরেক সদস্য সাইমুম হোসেইন বলেন, ‘শিক্ষার্থীদের মেধার বিকাশ ও শারীরিক দক্ষতা বৃদ্ধিতে খাদ্যের পাশাপাশি নিয়মিত খেলাধুলার অংশগ্রহণ জরুরি। তাই আমরা নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট। অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ জানাচ্ছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের শিক্ষার্থী শান্ত ইসলাম আরিফ, সাংবাদিকতা বিভাগের আজমাইন সাকিব, মাহমুদ ইমরান, মো. আব্দুল্লাহ নূর কাফি, এ আরাফাত, মো. রিফাত মাহমুদ, মো. সাজ্জাদ হোসেন, মো. জাফর আলী, মো. মিরাজ, আলভী, মো. রবিউল, ওসমান সাকিব, মো. সাকিব মিয়া, তাহমিদ হক মামুন, রতন প্রমুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়