ঢাকারোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

গুচ্ছ থেকে বের হলো বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ , ১০:৪৩ পিএম


loading/img
ফাইল ছবি।

গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। এর ফলে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় স্বতন্ত্রভাবে আয়োজন করবে এই বিশ্ববিদ্যালয়। 

বিজ্ঞাপন

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম।  মঙ্গলবার রাত ৯টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৮তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম দ্রুত শুরু করা হবে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে। 
এই সিদ্ধান্তের ফলে গুচ্ছ ভর্তি পরীক্ষার বাইরে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রশ্নপত্র, পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়া বাস্তবায়ন করবে বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, স্বতন্ত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও মানসম্মত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |