অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন সমন্বয়ক কাদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের।
সোমবার (২৭ জানুয়ারি) সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি এ দাবি জানান।
আব্দুল কাদের বলেন, সাত কলেজকে অধিভুক্ত করার সিদ্ধান্ত ছিল খুবই অবিবেচনাপ্রসূত। অধ্যাপক আরেফিন সিদ্দিকের সময়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তে দুই প্রতিষ্ঠানের শিক্ষাজীবনে নানা ভোগান্তি ও জটিলতা তৈরি হয়। বিগত সাত আট বছরে সেটা আমরা টের পেয়েছি।
তিনি বলেন, অতীতে দেখেছি সিদ্ধান্ত নিলেও এটি কার্যকর করা হয় না। এটি যেন দ্রুত কার্যকর করা হয়। তবে শিক্ষার্থীদের যেন কোনো ক্ষতি না হয় এ বিষয়ে আমরা সতর্ক থাকতে চাই।
এর আগে সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে ভিসি অফিসের মিটিংরুমে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা হবে না।
বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদ, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, সাত কলেজ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ছয় দফা দাবি জানানো হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগ করতে ৪ ঘণ্টা সময় বেঁধে দেয় সাত কলেজ শিক্ষার্থীরা। একইসঙ্গে রোববার দিবাগত রাতে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিও জানান তারা।
আরটিভি/এআর-টি
মন্তব্য করুন