• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঢাবিতে অধিভুক্ত হলো পাঠশালা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়েছে স্থিরচিত্র চর্চার প্রতিষ্ঠান ‘পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট’।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে পাঠশালা জানিয়েছে, আগামী এপ্রিল মাস থেকেই জুলাই-আগস্ট সেশনে ভর্তির কার্যক্রম শুরু হবে।

গেলো দুই দশক ধরে বিভিন্ন মেয়াদে আলোকচিত্র ও চলচ্চিত্র প্রশিক্ষণ দিয়ে আসছে এই ইনস্টিটিউটটি। আর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে শুরু করতে যাচ্ছে একাডেমিক প্রোগ্রাম।

জানা গেছে, আলোকচিত্র প্রশিক্ষণের জন্য ফটোগ্রাফিতে চার বছর মেয়াদির ব্যাচেলর ও ফিল্ম-এ দেড় বছর মেয়াদির পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা প্রোগ্রাম যুক্ত করছে পাঠশালা। এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়েই ভর্তি হতে হবে এ ইনস্টিটিউটে।

বর্তমানে বাংলাদেশে শীর্ষস্থানীয় ফটোগ্রাফী শিক্ষা প্রতিষ্ঠানের নাম পাঠশালা। সারা বছর জুড়েই নানা কোর্সের আয়োজন করে প্রতিষ্ঠানটি। বর্তমানে এখানে আছে ৪ সপ্তাহব্যাপী বেসিক ফটোগ্রাফি ও ৮ সপ্তাহব্যাপী ফাউন্ডেশন কোর্স। এছাড়াও আছে ১ বছর মেয়াদী প্রোগ্রাম ইন ফটোগ্রাফি, ২ বছর মেয়াদী এডভান্স প্রোগ্রাম ইন ফটোগ্রাফি এবং ৩ বছর মেয়াদী প্রফেশনাল প্রোগ্রাম ইন ফটোগ্রাফি কোর্স।

এসএইচ/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা
সাত কলেজ নিয়ে পরিকল্পনা জানালেন শিক্ষা উপদেষ্টা
৯ বছর পর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঢাবি-পাকিস্তান সম্পর্কে নতুন মোড়
‘হারপিক’ নিয়ে ফেসবুকে তোলপাড়, জানা গেল কারণ