• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল ছাত্র ধর্মঘট, ক্লাস-পরীক্ষা বর্জন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০১৯, ১৪:৩১
ছবি-সংগৃহীত

ভোট জালিয়াতি ও হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট প্রত্যাখ্যান এবং আগামীকাল ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। একই সঙ্গে সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয়।

সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে চার প্যানেলের মুখপাত্র স্বতন্ত্র প্রার্থী আসিফ তালুকদার এই ঘোষণা দেন।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনিয়মের অভিযোগ তুলে ভোট প্রত্যাখ্যান করেছে ৪টি জোট। পরে সংবাদ সম্মেলন করে সবার পক্ষ থেকে ভোট প্রত্যাখ্যান এবং করেন বামজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী। এসময় অন্য প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সংবাদ সম্মেলনে লিটন নন্দী বলেন, আমরা এই প্রহসন ও জালিয়াতির নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। নির্বাচনের নতুন পরিচালনা কমিটি গঠন, একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপন এবং স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ করতে হবে।

পরে এসব দাবি নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। ছাত্রদলের নেতাকর্মীরাও পৃথক বিক্ষোভ মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন।

আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘হারপিক’ নিয়ে ফেসবুকে তোলপাড়, জানা গেল কারণ
ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা পেছাল
রোববার ঢাবিতে ছাত্রদলের কর্মসূচি