• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

২০১৯ সালে উত্তীর্ণরাই কেবল রাবিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির প্রাথমিক আবেদন শুরু হচ্ছে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির প্রাথমিক আবেদন শুরু হচ্ছে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)। দুপুর ১২টা থেকে শুরু হয়ে এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

সোমবার বিকেলে বিষয়টিকে নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষার উপ-কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ৫৫ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd)-তে প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে হবে।

উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৩২ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন। সুযোগপ্রাপ্তদের ১৭ থেকে ৩০ সেপ্টেম্বর মধ্যে ইউনিট প্রতি এক হাজার ৩২০ টাকা জমা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে।

প্রসঙ্গত, আগামী ২০-২২ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আহ্সানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১৬ গোলে হারিয়ে রাবির জয়
রাবিতে ২ বিভাগের দফায় দফায় সংঘর্ষ, শিক্ষকসহ আহত ১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশন
রাবির ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল, আবেদন শুরু ৫ জানুয়ারি