হলে ডালের ঘনত্ব পরীক্ষা করলেন ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজামান আবাসিক হলের গণরুম, হল পাঠাগার, ক্যান্টিন ও মেস পরিদর্শন করেছেন। রোববার (২৭ অক্টোবর) রাতে তিনি এ পরিদর্শনে বের হন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী, সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মকবুল হোসেন, জসিম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রহমতউল্লাহ প্রমুখ।
মেস পরিদর্শনকালে মাস্টারদা সূর্য সেন হল ও জসিম উদদীন হলের মেসের অন্যান্য খাবারসহ ডালের ঘনত্ব ও সেটি খাওয়ার উপযোগী কিনা তা পরীক্ষা করে দেখেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর পরিবেশ ও শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা বেশ আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আবাসিক হলগুলোর গণরুম নিয়ে হৈচৈ পড়ে যায়।
---------------------------------------------------------------
আরো পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীবিহীন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত, বঞ্চিতদের ক্ষোভ
---------------------------------------------------------------
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির একটি সভায় আবাসিক হলগুলোর গণরুম ও আবাসন সংকট সমাধানের সিদ্ধান্ত হয়। এই পরিপ্রেক্ষিতে গণরুম পরিদর্শন করতে আসেন তিনি।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, আমি তোমাদের সমস্যার সমাধান করব বলেই এসেছি। তোমরা যেসব সমস্যার মধ্যে থাক তা আমরা উপলব্ধি করতে পেরেছি। আশা করি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।
পি
মন্তব্য করুন