• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

অধ্যক্ষকে পানিতে ফেলার প্রতিবাদে বিক্ষোভ, ক্লাস বর্জন (ভিডিও)

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ০৩ নভেম্বর ২০১৯, ১১:৫৫

রাজশাহী পলিটেকনিক অধ্যক্ষকে পানিতে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তারা ছাত্রলীগের রাজনীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। সকাল ১০টা থেকে তারা প্রতিষ্ঠানটির গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরে শিক্ষকরা মানববন্ধনে যোগ দেন।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে আটক ২৫ জনের মধ্যে ৫ জনকে ভিডিও ফুটেজ ও অধ্যক্ষের তথ্যে চিহ্নিত করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এরা সবাই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানার ওসি শেখ গোলাম মোস্তাফা বলেন, ক্যাম্পাস থেকে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, শনিবার দুপুরে অকৃতকার্য শিক্ষার্থী ছাত্রলীগ নেতা সৌরভকে পরীক্ষা দেয়ার সুযোগ না দেয়ার ঘটনা কেন্দ্র করে অধ্যক্ষ ফরিদ উদ্দিনের সঙ্গে তর্কবিতর্ক হয়। এসময় ছাত্রলীগ নেতা সৌরভ এবং তার সহযোগীরা অধ্যক্ষকে লাঞ্ছিত করে। একপর্যায়ে অধ্যক্ষকে পলিটেকনিকের ভেতরেই পুকুরের মধ্যে ফেলে দেয়া হয়। পরে ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে অধ্যক্ষকে পুকুর থেকে টেনে তোলেন।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ষণ মামলায় চবি ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
‘মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়’ লিখে ভুয়া তথ্য প্রচার, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার