ঝোপের মধ্যে পাওয়া গেলো ধর্ষণের শিকার ছাত্রীর বই, ঘড়ি, ইনহেলার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনার আলামত সংগ্রহ করেছে পুলিশের এলিট ফোর্স র্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তারা কুর্মিটোলা গলফ ক্লাবে যাওয়ার পথে ঝোপের মধ্যে ধর্ষণের শিকার ছাত্রীর বই, ঘড়ি, চাবির রিং, ইনহেলারসহ কিছু সামগ্রী পেয়েছে। এমনকি সেখানে পুরুষের এক জোড়া স্যান্ডেলও পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) সকালে ওই ঝোপের মধ্য থেকে এসব আলামত উদ্ধার করে র্যাব-ডিবি।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ান বিন কাশেম আরটিভি অনলাইনকে বলেন, চাঞ্চল্যকর এ ঘটনায় র্যাব ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আপাতত তদন্তের স্বার্থে বেশিকিছু বলছি না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক তদন্ত কর্মকর্তা বলেন, ঝোপের মধ্য থেকে ওই ছাত্রীর বিশ্ববিদ্যালয়ের বই, বিভাগের প্রসপেক্টাস, চাবির রিং, একটি কালো গ্যাবার্ডিনের প্যান্ট, স্যানিটারি ন্যাপকিন, একজোড়া স্যান্ডেল (পুরুষের), ঘড়ি, ইনহেলার ও স্পাইরাল মেশিন উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ ও পর্যবেক্ষণ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এসজে
মন্তব্য করুন