• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বরিশাল বিশ্ববিদ্যালয়ে হলের সিট নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫ 

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:১০
ববিতে হলের সিট নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫ 
ববিতে হলের সিট নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের সিট নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্য দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে দু’গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত ছাত্ররা হলেন- ফাতাউর রাফি, জাহিদ ওরফে জিদান মোর্শেদ, ফারহান শাহরিয়ার, হাফিজ ও উচ্ছ্বাস।

জানা যায়, আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ববির বঙ্গবন্ধু হলের ৫০১৪ ও ৫০১৬ নম্বর কক্ষের সিট পরিবর্তন নিয়ে ববির ৭ম ও ৮ম ব্যাচের মধ্যে এ ঘটনার সূত্রপাত ঘটে। পরে এই দুই ব্যাচের শিক্ষার্থীরা দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই গ্রুপের লাঠির আঘাত ও ধারালো অস্ত্রের কোপে পাঁচজন ছাত্র গুরুতর আহত হন।

ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে ক্যাম্পাস ও হলে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, এই ঘটনার পর পর বঙ্গবন্ধু হলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমন্বয়ক ট্যাগ দিয়ে ববি শিক্ষক-শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ
এক মাসের মধ্যে ২ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি ববি ছাত্রদলের
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ