ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে শাবিতে শিক্ষার্থীদের অবস্থান
দ্রুত ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় আগামী রোববারের মধ্যে উপাচার্য নিয়োগের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলওয়ার হাসান শিশির, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের কিরণ হাওলাদার ও মুরাদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তাকিম বিল্লাহ, স্থাপত্যবিদ্যা বিভাগের আবু তায়েব, সমাজকর্ম বিভাগের আজাদ শিকদার ও রাজিয়া পারভীন পিংকি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, করোনা ও ভিসিবিরোধী আন্দোলনের ফলে আমরা বড় ধরনের সেশনজটে পড়ি। সেই ধাক্কা কাটিয়ে না উঠতেই ফের সাড়ে তিন মাস ধরে ক্লাস পরীক্ষা থেকে দূরে রয়েছি। যার ফলে ৪ বছরের কোর্স ৬ বছরে শেষ করা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই এই সংকট কাটিয়ে উঠতে দ্রুত ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান তারা।
এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শাবির ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার রয়েছেন। ফলে ৬ বছরেও স্নাতক শেষের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ ছাড়া প্রশাসন নিয়োগ না হওয়ায় দীর্ঘমেয়াদি সেশনজটের আশঙ্কা করছেন অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও।
আরটিভি/এএএ-টি
মন্তব্য করুন