জাবিতে প্রক্টর ও সহকারী প্রক্টর নিয়োগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একে এম রাশিদুল আলম। এ ছাড়া সহকারী প্রক্টর হিসেবে বিশ্ববিদ্যালেয়ের আরও তিন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমকে যোগদানের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত ) ড. এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত আরেক অফিস আদেশে জানানো হয়, তিনজন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। তারা আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন জলি, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আল-আমিন খান।
নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, বিভিন্ন সময়ে ক্যাম্পাসে বিভিন্ন অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, যাতে এ রকম কোনো ঘটনা না ঘটে। তবে এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
আরটিভি/এএএ
মন্তব্য করুন