• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাবি টিএসসিসির নতুন ভারপ্রাপ্ত পরিচালক ড. মুর্শিদা ফেরদৌস

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৪
ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তিনি দায়িত্বে যোগদান করেছেন।

ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি রাবি মনোবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. ফেরদৌস ১৯৯৯ সালে রাবি মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৪ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি হল প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও রোভার লিডারসহ অন্য কয়েকটি দায়িত্বও পালন করেন। তার বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে।

উপাচার্য প্রফেসর মো. সালেহ্ হাসান নকীব তাকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে টিএসসিসির কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যারা উপস্থিত ছিলেন।

দায়িত্বে যোগদানের পর পরিচালক তার দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

আরটিভি নিউজ/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আহ্সানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১৬ গোলে হারিয়ে রাবির জয়
রাবিতে ২ বিভাগের দফায় দফায় সংঘর্ষ, শিক্ষকসহ আহত ১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশন
রাবির ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল, আবেদন শুরু ৫ জানুয়ারি