• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৮ লক্ষাধিক টাকা দিলো নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৭
ছবি : আরটিভি

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় দুর্দশাগ্রস্ত মানুষকে মানবিক সহায়তা প্রদানের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় দেওয়া একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক, নোবিপ্রবি শাখা কর্তৃপক্ষের নিকট অনুদানের ৮ লাখ ৩৪ হাজার ৯৩৪ টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, ফার্মেসি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট ড. মোহাম্মদ হানিফ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, প্রক্টর এএফএম আরিফুর রহমান, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, পরিচালক, হিসাব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান, অগ্রণী ব্যাংক, নোবিপ্রবি শাখার ব্যবস্থাপক ফেরদৌস আহমেদ খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় দিবসে নোবিপ্রবির বঙ্গবন্ধু হলে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ
নোবিপ্রবিতে ইংরেজি বিভাগের জমকালো ওয়েস্ট উইন্ড অনুষ্ঠিত
নোবিপ্রবি উপাচার্যের সাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অনলাইন মিটিং অনুষ্ঠিত