• ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
logo

আন্দোলনে আহত ২ শিক্ষার্থীকে অনুদান দিলো নোবিপ্রবি প্রশাসন

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৪
ছবি : আরটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।

এ সময় আর্থিক সহযোগিতা পান আন্দোলনে চোখ হারানো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (১৮তম ব্যাচ) শিক্ষার্থী জাফর আহমেদ এবং অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (১৫ তম ব্যাচ) শিক্ষার্থী কাউসার আহমেদ হিমেল। হিমেলের পক্ষে অর্থনীতি বিভাগের আরেক শিক্ষার্থী তানভীর আহমেদ চেক গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, ফার্মেসী বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ হানিফ, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, প্রক্টর এএফএম আরিফুর রহমান, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।


আরটিভি/এএএ

মন্তব্য করুন

Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৮ লক্ষাধিক টাকা দিলো নোবিপ্রবি
অতিরিক্ত দামে খাবার বিক্রি করায় জরিমানা গুনলেন ব্যবসায়ী
৮৬৫০ জন বন্যার্তদের মধ্যে নোবিপ্রবি ফার্মাসি বিভাগের চিকিৎসা সেবা
ঢাবি ও নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ