• ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

এক মাসের মধ্যে ২ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি ববি ছাত্রদলের

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ১৮:২৫
ছবি : আরটিভি

আগামী এক মাসের মধ্যে কমপক্ষে ২ হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আবেদনপত্র দিয়েছে ববি শাখা ছাত্রদল। আবাসন নিশ্চিতের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে দ্রুত ভবন নির্মাণের কাজ শুরু করতে অথবা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কোনো ভবন ভাড়া নেওয়ার কথা তুলে ধরেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে এই দাবি তুলে ধরেন ছাত্রদল কর্মীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৩ বছরেও শিক্ষার্থীদের জন্যে যথেষ্ট আবাসিক নিশ্চিত করতে পারেননি। আবাসিক সংকটের কারণে অধিকাংশ শিক্ষার্থীকেই বাইরে মেসে থাকতে হয় যা আর্থিকভাবে ব্যয়বহুল এবং নিরাপত্তা দিকেও ঝুঁকিপূর্ণ। বাইরে থাকার কারণে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্যে শিক্ষার্থীদের অতিরিক্ত সময় নষ্ট হয় যা পড়ালেখার প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পড়ালেখার প্রতি মনোযোগ ধরে রাখার দাবি ছাত্রদলের।

এ বিষয়ে ববির সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি বলেন, প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাড়ছে না আসনসংখ্যা। ফলে সৃষ্টি হয়েছে গণরুম ও গেস্টরুম কালচার। বিশেষত প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের গণরুমে কিংবা অবৈধ সিটে রেখে ক্ষমতাসীন ছাত্রসংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ ইতোপূর্বে তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করছে। এমনকি ছাত্রলীগের হল দখল ও শিক্ষার্থী নির্যাতনের ইতিহাস আছে। ভবিষ্যতে যেন কোন রাজনৈতিক সংগঠন শিক্ষার্থীদের এভাবে ব্যবহার না করতে পারে সে লক্ষ্যে এহেন পরিস্থিতিতে দ্রুত হল সংখ্যা বৃদ্ধি প্রয়োজন। যতদিন নতুন হল উদ্বোধন না হয় ততদিন ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় বহুতল ভবন ভাড়া নিয়ে আবাসন সমস্যা অস্থায়ীভাবে সমাধান করা উচিত।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য আরিফ হোসেইন শান্ত বলেন, ৪টি হল থাকলেও প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলে আসন পায় দ্বিতীয় বা তৃতীয় বর্ষে। আসন পাওয়ার পূর্ব পর্যন্ত বাইরে থাকতে হয়। শিক্ষার্থীদের এমন ভোগান্তি থেকে অতিদ্রুত স্থায়ী সমাধান চাই।

জুলাই আন্দোলনের সংগঠক ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী, বাংলা বিভাগের শিক্ষার্থী রিফাত মাহমুদ বলেন, উচ্চশিক্ষার মান বাড়াতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবাসন সংকট নিরসনের বিকল্প নাই। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে সঠিক পরিকল্পনা করে সেই পথে হাঁটতে হবে। আমরা শিক্ষার্থীদের বৈধভাবে আবাসন ও সুস্থ পরিবেশে পড়াশোনা অধিকার, অতিদ্রুত ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি।

এ বিষয়ে ছাত্রদলের কর্মীরা ববি প্রক্টর ড. রাহান হোসাইন ফয়সালকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। প্রক্টরের অনুপস্থিতিতে ছাত্রদল কর্তৃক দাবিটি গ্রহণ করেন সেকশন অফিসার মনোজ বৈরাগী।

এ সময় উপস্থিত ছিলেন আজমাইন সাকিব (২০-২১, সাংবাদিকতা বিভাগ), মাহমুদ ইমরান (২০-২১, ইংরেজি বিভাগ), মো. আব্দুল্লাহ নূর কাফি (২০-২১, আইন বিভাগ), মো. রিফাত মাহমুদ (২১-২২, বাংলা), মো. সাজ্জাদ হোসেন (২১-২২, বাংলা), মো. মিরাজ (২১-২২, বাংলা), মো. সাকিব মিয়া (২১-২২, জিওলজি এ্যান্ড মাইনিং)।

আরটিভি/এএএ/এসএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমন্বয়ক ট্যাগ দিয়ে ববি শিক্ষক-শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ
পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নাম না রাখা চরম বৈষম্য: ছাত্রদল সম্পাদক
রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
ছাত্রদলের প্রতি রুয়েট প্রশাসনের নিন্দা