• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে জাবি থিয়েটারের তিন দিনব্যাপী নাট্যোৎসব

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ২১:৩০
ছবি : আরটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে ‘ভাঙরে শেকল, আনরে আলো’ স্লোগানকে সামনে রেখে তিনদিন ব্যাপী নাট্যোৎসব ‘সংসক্তি সংঘট্ট’ আয়োজন করছে জাহাঙ্গীরনগর থিয়েটার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের কথা জানান জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক সাইয়েদা মেহের আফরোজ।

নাট্যোৎসব উপলক্ষ্যে আগামী ১৫ নভেম্বর (শুক্রবার), ১৬ নভেম্বর (শনিবার) এবং ১৭ নভেম্বর (রোববার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নাট্যোৎসবের প্রথম দিনের উদ্বোধনী পরিবেশনায় থাকবে জাহাঙ্গীরনগর থিয়েটার পদাতিক নাট্য সংসদ। পথ নাটক প্রদর্শনীতে থাকবে নবরস। দ্বিতীয় দিনে পথনাটক প্রদর্শনীতে থাকবে প্রাচ্যনাট জাহাঙ্গীরনগর থিয়েটার। তৃতীয় দিনে জাহাঙ্গীরনগর থিয়েটারের অংশগ্রহণে থাকবে মুক্তির কবিতা ও গান।

এ সময় তারা বিবৃতিতে উল্লেখ করেন, সাংস্কৃতিক কর্মীদের মাঝে থাকা স্বৈরতান্ত্রিক দালালরা সাংস্কৃতিক আগ্রাসনে ভূমিকা রাখছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অবমাননা, উদ্দেশ্য প্রণোদিতভাবে নাটক বন্ধ, স্বৈরাচার পতন পরবর্তী সময়ে ২২টি শিল্পকলায় ভাংচুরসহ অসংখ্য ভাস্কর্য ভেঙে ফেলা, সংস্কৃতিকর্মীদের উপর বার বার হামলার ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন।

তারা আরও উল্লেখ করেন, স্বৈরাচার পতনে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা রয়েছে। তবে তাদের মাঝেও কিছু স্বৈরতান্ত্রিক দালাল রয়েছে। সম্প্রতি দেশ নাটকের আজিজ বাবু অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টাদের অবমাননা করেছে। আমরা রাষ্ট্রীয় আইনে তার শাস্তি দাবি করছি।

আরটিভি/এএএ/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্র শিবিরের শীতবস্ত্র উপহার
জাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি
জাবিতে নিহত শিক্ষার্থীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত
অটোরিকশার বেপরোয়া গতি কেড়ে নিলো জাবি ছাত্রীর প্রাণ