• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

জাবিতে ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতির সংস্কার দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ২৩:১৯
ছবি : আরটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার এবং বিশ্ববিদ্যালয়ের সব অফিস থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট কোটা পদ্ধতির সুষ্ঠু সংস্কারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ভিসি কোটা বন্ধের দাবি জানাই। পাশাপাশি সারাদেশে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদী মুজিবের ছবি অপসরণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শেখ মুজিবের ছবি ফ্যাসিবাদী আইকনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যদি এটা না নামানো হয় তাহলে আমরা মনে করছি, গণঅভ্যুত্থানের চেতনা কখনোই প্রতিষ্ঠিত হবে না।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রহকদের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা, ভুক্তভোগীদের মানববন্ধন
আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ১০ জেলায় স্মারকলিপি ও মানববন্ধন
ইউরোপীয় দূতাবাস স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন