• ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ১৬:৪১
ছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ আবু জোবায়ের নিলয় (২৫)। তিনি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আবু জোবায়ের ঢাকার সাভারের ফুলবাড়িয়ায় তার পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। আবু জোবায়েরের পরিবারের সদস্যরাও ডেঙ্গুতে আক্রান্ত। জোবায়ের ও তার মা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়। সেখানে ভর্তির পর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে এবং একপর্যায়ে রক্তের প্লেটিলেটের সংখ্যা অত্যাধিক কমে যাওয়ায় তার মৃত্যু হয়। পরে আজ সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীদের থেকে জানা যায়, নিলয় রুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ২০১৬ সালে সাভারের অ্যাসেড স্কুল থেকে মাধ্যমিক ও ২০১৮ সালে নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ২০১৯ সালে রুয়েট এ ভর্তি হন।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশ যাওয়া হলো না কলেজছাত্রের, মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু
নড়াইলে মদপানে স্কুলছাত্রীর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
চুরি দেখে ফেলায় মা-ছেলেকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড