• ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদের নতুন ডিন প্রফেসর ড. এস এম কামরুল

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ১৯:১৬
ছবি : আরটিভি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম কামরুল হাসান।

হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা এর অনুমোদনক্রমে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন পদে অধিষ্ঠিত এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মফিজউল ইসলামের ডিন পদের কার্যকাল ১৮ নভেম্বর শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয় আইনের ২৩ (৫) ধারা মূলে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপকগণের মধ্য থেকে আবর্তনক্রম অনুযায়ী ১৯ নভেম্বর থেকে পরবর্তী ২ বছরের জন্য ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম কামরুল হাসানকে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন পদে নিয়োগ দেয়া হয়।

নবনিযুক্ত ডিন প্রফেসর ড. এস এম কামরুল হাসান বলেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষা কার্যক্রম আরও ত্বরান্বিত করার চেষ্টা করবো বিশেষ করে সেশনজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবো। এছাড়াও উপাচার্য মহোদয়ের সঙ্গে আলোচনা করে অনুষদে টিচার সংকট নিরসনের উদ্যোগ নিবো। অনুষদের গবেষণা কার্যক্রম কিভাবে আরও বৃদ্ধি করা যায় সেটা নিয়েও কাজ করবো।

প্রফেসর ড. এস এম কামরুল হাসান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং ২০০৪ সালে ফুড টেকনোলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ফুড টেকনোলজিতে ২০১১ সালে বেলজিয়ামের গেন্ট ইউনিভার্সিটি এবং ক্যাথলিক ইউনিভার্সিটি অফ লিউভেন থেকে আবার স্নাতকোত্তর এবং ২০১৬ সালে ইতালির ফ্রি ইউনিভার্সিটি অফ বলজানো থেকে এই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১১ সালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ২০১৬ সালে অ্যাসোসিয়েট প্রফেসর এবং ২০২০ সালে প্রফেসর এ পদোন্নতি লাভ করেন। ২০২২ সালের ২৩ আগস্ট থেকে ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের নবীনবরণে আমন্ত্রণ জানিয়ে প্রকাশ্যে হাবিপ্রবি ছাত্রশিবির
অফিস শেষে বাড়ি ফেরা হলোনা হাবিপ্রবি ল্যাব টেকনিশিয়ানের
হামলার ১৪ দিন পরেও নেওয়া হয়নি ব্যবস্থা, প্রশাসনিক ভবনে তালা  
হাবিপ্রবিকে র‌্যাগিং ও মাদকমুক্ত ঘোষণা করলেন উপাচার্য