• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আহ্সানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১৬ গোলে হারিয়ে রাবির জয়

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২৪, ১৮:১৯
ফাইল ছবি।

ইসপাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে-২০২৪ রাজশাহী অঞ্চলের ফাইনাল খেলায় আহ্সানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১৬ গোলের হারিয়ে জয়ী হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রথমে রুয়েটকে ৬-১ গোলে হারায় তারা। পরে ফাইনালে ১৬-০ ব্যবধানে জয়ী হয়।

অনুভূতি সম্পর্কে জানতে চাইলে রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, আমার মনে হয় এতো বড় ব্যবধানে জয় এটা এক প্রকার অসমতা। আমরা সকালে খেলতে যাই। প্রথমে রুয়েটকে ৬-১ গোলে হারিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় জয়ী হয়। পরে ফাইনালে ১৬-০ গোলের ব্যবধানে জয়ী হয়। রাবি টিমের জন্য শুভকামনা। আসা করি তারা ন্যাশনালি খুব ভালো করবে।

রাবির টিমকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, আমি তাদের খেলায় অসম্ভব খুশি। আমি আরও খুশি হতাম যদি আমি মাঠে যেতে পারতাম। সকালে একটি জরুরি মিটিং থাকায় যেতে পারিনি।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নানা আয়োজনে রাবি প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের মানববন্ধন 
মানবাধিকার দিবসে গুম-খুনের বিচার চাইল রাবি ছাত্রদল
রাবিতে সব ধর্মের ঐক্য ও সম্প্রীতি সমাবেশ