• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট চেকবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ২১:৩৪
ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘সিটিজেন জার্নালিজমের মাধ্যমে ডিসইনফরমেশনের বিরুদ্ধে প্রতিরোধ ২.০’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি আয়োজন করেছে নাগরিক সাংবাদিকতা বিষয়ক প্রতিষ্ঠান ভয়েস ফর ভয়েসলেস২৪। এতে যমুনা টেলিভিশনের প্রতিবেদক ও উপস্থাপক মহিউদ্দিন মধু এবং এএফপির বাংলাদেশ ব্যুরোর ফ্যাক্ট চেক টিমের এডিটর কদরউদ্দিন শিশির ট্রেইনার হিসেবে সেশন পরিচালনা করেন।

কর্মশালার প্রথম সেশনে ট্রেইনার মহিউদ্দিন মধু সামাজিকযোগাযোগ মাধ্যমে কীভাবে গল্প বলা যায় বা স্টোরিটেলিং করতে হয়, তা নিয়ে শিক্ষার্থীদের একটি ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন। দ্বিতীয় সেশনে কদরউদ্দিন শিশির শিক্ষার্থীদের ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়া শেখানোর পাশাপাশি মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ম্যালইনফরমেশন সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

কর্মশালা শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুল আলম শিক্ষার্থীদের সামনে ডিজিটাল মিডিয়া লিটারেসি এবং অ্যাডভোকেসির গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ডিজিটাল যুগে সঠিক তথ্য যাচাই ও ছড়িয়ে দেওয়ার দায়িত্ব শিক্ষার্থীদের নিতে হবে। বক্তব্য শেষে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মেহেনাজ হক এবং প্রভাষক এসকে আবু রাইহান সিদ্দিকী এবং কামনা আক্তার।

ভয়েস ফর ভয়েসলেস২৪ মূলত এমন ব্যক্তিদের নিয়ে কাজ করে, যারা তাদের যৌক্তিক সমস্যার সময়ে মিডিয়ার যথাযথ সমর্থন পান না, তাদের মিডিয়া সাপোর্ট দিয়ে থাকে। তাদের অন্যতম একটি লক্ষ্য হলো নাগরিক সাংবাদিকতাকে উৎসাহিত করা এবং নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা নিশ্চিত করা।

এ ছাড়াও বিভিন্ন কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মিডিয়া লিটারেসি ও তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের নাগরিক সাংবাদিকতায় সম্পৃক্ত করতে ভয়েস ফর ভয়েসলেস২৪ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জবি ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে আসাদুল-রিয়াজুল
সাতক্ষীরায় আই ডায়াসপোরা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন 
রাজশাহীতে আইডায়াস্পোরা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত