• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

নোবিপ্রবির সিয়ামের মৃত্যু: সময় বৃদ্ধির পরও জমা হয়নি তদন্ত প্রতিবেদন 

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ১৬:০২
ফাইল ছবি

৫ কার্যদিবসের জায়গায় পেরিয়ে গেছে প্রায় ২০ কার্যদিবস। তবে এখনো রিপোর্ট জমা দিতে পারেনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী তারেক মাহমুদ সিয়ামের মৃত্যুকে কেন্দ্র করে গঠন করা তদন্ত কমিটি।

জানা যায়, গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোস্তফা তারেক সিয়ামের আকস্মিক মৃত্যুর ঘটনার তদন্তে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও একাধিক বার সময় বাড়িয়েও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন।

রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) স্বাক্ষরিত তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইন এবং সদস্য-সচিব হন এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. জামিউদ্দীন আহমেদ এবং নোয়াখালী পুলিশ হসপিটালের কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম. আবদুর রহিম, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (কার্ডিওলজি)।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে সিয়ামের মৃত্যুতে মেডিকেল সেন্টার ও পরিবহন পুলের গাফিলতির অভিযোগ তুলে মধ্যরাতে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা দাবি করেন মেডিকেল সেন্টারে অক্সিজেন না থাকায় এবং গাড়ি আসতে দেরি হওয়ায় সঠিক সময় সিয়ামকে হাসপাতালে নেওয়া যায়নি। এতে তার মৃত্যু হয়। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন এবং পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।পরবর্তীতে প্রশাসনের কাছে বিভিন্ন দাবি পেশ করেন।

সিয়ামের সেদিনের মৃত্যুর ঘটনায় কাদের গাফিলতি ও অবহেলা জড়িত তা শিগগিরই জানতে চান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আমরা আর কোনো সিয়ামকে হারাতে চাই না। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টর শিক্ষার্থীবান্ধব হবে এটাই আমাদের চাওয়া। যারা বিভিন্ন সময় শিক্ষার্থীদের হয়রানি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনলে বাকিরাও আর সাহস পাবেনা।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেলাল হোসাইন বলেন, আমাদের সব কিছু রেডি আছে, আমাদের রিপোর্টটা লিখতে দেরি হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে আমরা জমা দেওয়ার চেষ্টা করবো।

উপ-উপাচার্য রেজোয়ানোল হক বলেন, তদন্ত রিপোর্ট জমা দিতে কালক্ষেপণ হওয়ার বিষয়টি নিয়ে আমি তদন্ত কমিটির সঙ্গে কথা বলবো।

উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসাইন বলেন, তদন্ত কমিটিতে যিনি হেলথ এক্সপার্ট আছেন তিনি সময় বাড়িয়ে নিয়েছিলেন। তদন্তের আপডেটের বিষয়ে আমি কমিটির কাছে খোঁজ নেবো।

আরটিভি/এএএ/এআর


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা একদিন পেছাল
বিজয় দিবসে নোবিপ্রবির বঙ্গবন্ধু হলে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ
নোবিপ্রবিতে ইংরেজি বিভাগের জমকালো ওয়েস্ট উইন্ড অনুষ্ঠিত