• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

হাইকমিশনে হামলার প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩
ছবি : আরটিভি

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা প্রতিবাদ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের কর্মীরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ক্যাম্পাস চারপাশ প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের কর্মিরা।

এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশ জিন্দাবাদ, ভারতীয় আগ্রাসন মুর্দাবাদ। ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’; ‘ভারতীয় আগ্রাসন নিপাত যাক’; ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও, গোলামি না আজাদি, আজাদি-আজাদি’; জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ প্রভৃতি স্লোগান দেয়।

ববির ৮ম ব্যাচ বাংলা বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেইন শান্ত বলেন, একটা সভ্য দেশের মানুষ কখনও অন্য দেশের দূতাবাসে হামলা করতে পারে না। ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। তারা আমাদের পার্শ্ববর্তী দেশ। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্রের মতো হবে। কোনোভাবেই তাদের সঙ্গে আমাদের রাজা-প্রজার সম্পর্ক হতে পারে না।


মার্কেটিং ১২তম ব্যাচের শিক্ষার্থী তাহমিদ হক মামুন বলেন, আমরা দেখতে পাই, ৫ আগস্টের পর স্বৈরাচারী সরকার বিদায় নেওয়ার পর, ভারত সরকার বিভিন্ন গুজব ছড়িয়ে নানা অপকর্ম চালানোর চেষ্টা করছে। তারা দেশের ভেতরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। আজকের যে হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। তবে পরবর্তীতে যদি আবার এমন হামলা হয়, আমরা এর পাল্টা জবাব দেব।


এ সময় উপস্থিত ছিলেন
আজমাইন সাকিব, মাহমুদ ইমরান, মো. আব্দুল্লাহ নূর কাফি, জিয়াদুর রহমান, মো. রিফাত মাহমুদ, মো. সাজ্জাদ হোসেন, মো. মিরাজ, মো. হাবিবুর রহমান, মো. সাকিব মিয়া, তাহমিদ হক মামুন, এনায়েত, সায়মন, রতন, তপু আহমেদ
প্রমুখ।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ, সম্পাদক মাহফুজ
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে ‘মারধর’ করে পুলিশে দিল ছাত্রদল
দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে: টুকু
অপপ্রচারের প্রতিবাদে সরব ছাত্রদল, ঢাবিতে বিক্ষোভ