জাবিতে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকার দোকান মালিক ও কর্মচারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে হুডি বিতরণ করেছে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উঁচু বটতলার সকল দোকান মালিক ও কর্মচারীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়।
এ সময় দোকান মালিক ও কর্মচারীদের মাঝে হুডি বিতরণ করেন জাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।
জাবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন সাকি বলেন, আমরা জাবি ছাত্রশিবির মেয়েদের সবগুলো হল ও ছেলেদের প্রায় অধিকাংশ হলের কর্মচারী ও ডাইনিং বয়দের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছি। আজ বটতলার দোকানগুলোর মালিক ও কর্মচারীদের মাঝে ৫০টি হুডি বিতরণ করছি। এই শীতবস্ত্র কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে এবং আগামীতে ক্যাম্পাসে শীতের তীব্রতা বৃদ্ধি পেলে ভারী শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে।
সাধারণ সম্পাদক মহিবুর রহমান মুহিব বলেন, আসন্ন শীত উপলক্ষ্যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেছি। কম্বলের পাশাপাশি এখন হুডি বিতরণ করছি। আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে। এছাড়াও শিক্ষার্থী, কর্মচারী ও ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়নমূলক কাজে জাবি ছাত্রশিবির সর্বদা পাশে থাকবে, ইনশাআল্লাহ।
আরটিভি/এএএ
মন্তব্য করুন