• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

জাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:২৫
ছবি : আরটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ১৫তম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতি বিভাগ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অর্থনীতি বিভাগ ও বাংলা বিভাগের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। পরবর্তীতে অর্থনীতি বিভাগ টাই-ব্রেকারে ৪-৩ গোলে বাংলা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা।

এছাড়াও ফুটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, প্রক্টর অধ্যাপক ড. এ. কে এম রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) বেগম নাছরীন এবং বাংলা ও অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার
জাবিতে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
আইনজীবী হত্যার প্রতিবাদে জাবিতে মৌন মিছিল
আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ