• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাইকমিশনে হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ 

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৫
ছবি : আরটিভি

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিতরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘তুমি কে? আমি কে? বাংলাদেশী বাংলাদেশী’, ‘আগরতলায় হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘ভারতীয় আগ্রাসন, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘যে দেশেতে খুনি রয়, তারা মোদের বন্ধু নয়’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আয় দিল্লী দেখে যা, রাজপথে তোর বাপেরা’,

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আপনারা জানেন ভারতের আগরতলায় আমাদের দেশের হাইকমিশনারের কার্যালয়ে উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালিয়েছে। আমরা হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনো দেশের রাষ্ট্রদূতের কার্যালয় যে দেশে থাকবে সেই দেশ সেই কার্যালয় ও রাষ্ট্রদূতের নিরাপত্তা দেবে। কিন্তু ভারতের সরকার সেই ভিয়েনা কনভেনশনের নিরাপত্তার যে দায়িত্ব তা পালন করতে ব্যর্থ হয়েছে।

এ সময় শিবিরের বিশ্ববিদ্যালয় সেক্রেটারি শেখ রিয়াদ সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিলে সমর্থন জানিয়ে বলেন, আজকের এই প্লাটফর্ম কোনো সংগঠনের একার নয়। এই প্লাটফর্ম সাধারণ শিক্ষার্থীসহ শিবির, ছাত্রদলসহ সব রাজনৈতিক দলের। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের মাতৃভূমির প্রশ্নে আমরা সবাই এক। আমি ভারতকে বলতে চাই আপনি এক খুনিকে আশ্রয় দিয়েছেন, আমরা চাই না আপনারা আর কোনো উস্কানিমূলক কাজ করেন৷ আপনারা প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেজগাঁওয়ে সড়কে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট
ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ
রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ
ইসকন নিষিদ্ধ ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ