• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ববিতে শহীদ আবু সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ২০:০৬
ছবি : আরটিভি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চসংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট করা হয়। টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২৫ বিভাগ থেকে মোট ৪৮টি টিম অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, এই আয়োজনটি মনে করিয়ে দেয় শহীদ আবু সাঈদ আমাদের কতটা জুড়ে রয়েছে। সেই স্মৃতিকে আঁকড়ে ধরেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের এ ধরনের খেলাধুলার আয়োজনে অংশগ্রহণ করতে হবে। সুস্থ দেহ, সুস্থ মন গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ছাড়া তিনি আয়োজক কমিটিকে নারী শিক্ষার্থীদের জন্য শহীদ মায়শা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতেও অনুরোধ জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এটিএম রফিকুল ইসলাম, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম, আয়োজন কমিটির আহ্বায়ক ইকবাল হাসানসহ বিভিন্ন দলের খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ফাউন্ডিং চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ৫১ একরের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ১০ হাজার শিক্ষার্থী জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে ৫৬ হাজার বর্গমাইলের নেতৃত্ব দেবে। শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ে আমরা মাদকমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে বদ্ধপরিকর।

এই আয়োজনে বিজয়ী টিমের জন্য ১টি খাসি এবং রার্নাসআপ টিমের জন্য ২টি রাজহাঁসসহ আরও অনেক পুরষ্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পুরো আয়োজনটি তত্ত্বাবধানের দায়িত্বে আছেন শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ববি ভিসিকে ছাত্রদলের স্মারকলিপি 
হাইকমিশনে হামলার প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ববি প্রক্টরের পদত্যাগ, নতুন প্রক্টর রফিকুল ইসলাম
সমন্বয়ক ট্যাগ দিয়ে ববি শিক্ষক-শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ