র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: ইবি ভিসি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ বলেছেন, র্যাগিংয়ের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী কমিটিও গঠন করা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. ওবাইদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইয়াকুব আলি, ট্রেজার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
জমকালো আয়োজনের এই বরণ অনুষ্ঠানে এসে নবাগত শিক্ষার্থীরা খুশি, তারা নিজেদের বিশ্ববিদ্যালয় জীবন র্যাগিং বন্ধসহ সব ধরনের নিরাপত্তা দাবি করেন।
আরটিভি/এএএ
মন্তব্য করুন