• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নোবিপ্রবিতে ইংরেজি বিভাগের জমকালো ওয়েস্ট উইন্ড অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ ডিসেম্বর ২০২৪, ২০:০৫
ছবি : আরটিভি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে জমকালো অনুষ্ঠান ওয়েস্ট উইন্ড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যাকলগ বনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষকবৃন্দ ও ৬টি ব্যাচের প্রায় ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান উপলক্ষে 'ব্যাকলগ বন' এক নতুন রূপে চিত্রিত হয় বলে জানান দর্শনার্থীরা। এতে বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারির আয়োজন করা হয়। সব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিভাগীয় শিক্ষকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শিরিন আক্তার, সহযোগী অধ্যাপক আফাসানা মৌসুমি, সহযোগী অধ্যাপক ড. খন্দকার আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক দেবাশীষময় দত্ত, সহকারী অধ্যাপক বিথি মজুমদার, সহকারী অধ্যাপক ফাতেমা আক্তার ও রিফাত বিনতে জয়নাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত বিভাগের প্রভাষক জনি মিয়া, হুমায়রা সুলতানা, সাহেরা খাতুন ও নুসরাত জাহান।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় দিবসে নোবিপ্রবির বঙ্গবন্ধু হলে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ
নোবিপ্রবি উপাচার্যের সাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অনলাইন মিটিং অনুষ্ঠিত 
ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারসহ ৮ দফা দাবি নোবিপ্রবি ছাত্রদলের