জাবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী সমাধিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, আবাসিক হলের প্রভোস্ট, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিভিন্ন হল প্রভোস্ট এবং অন্যান্য পেশাজীবী সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন
ছাত্রলীগ কর্মীকে ভিসির পিএস নিয়োগ, প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
নিয়মবহির্ভূতভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল তোফায়েলকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। এ সময় নিয়োগ বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এর আগে সোমবার (১৩ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগের বিষয়টি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে তাকে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেরোবি শাখার রাজনীতিতে সক্রিয় ছিলেন। ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে তাকে অংশগ্রহণ করতে দেখা যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ছাত্রলীগের বিভিন্ন নেতাদের সঙ্গে বিভিন্ন মিটিংয়ের ছবিও রয়েছে। এ ছাড়া তিনি আওয়ামী লীগের সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের ভাতিজা। যিনি গত ৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার দায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন।
সংবাদ সম্মেলনে নিঘাত রৌদ্র বলেন, এমন একজনকে ভিসির পিএস হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে যে সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। যে আওয়ামী লীগকে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হিসাবে গণ্য করছি সেই সময়ে এই ধরনের বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটাকে আমরা কোনভাবেই গ্রহণযোগ্য মনে করতে পারি না।
লিখিত বক্তব্যে মো. ওবায়দুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টের সহযোগী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে ভিসির পি এস হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। যেটি নিয়মবহির্ভূত ভাবে দেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম ও আইন ভঙ্গ করে রিজেন্ট বোর্ডের অনুমতি না নিয়েই এই নিয়োগ দিয়েছে। এই নিয়োগ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে। কিন্তু উল্টো ভিসি কোটায় নিয়োগ বাণিজ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
এ সময় রোববারের (১৭ নভেম্বর) মধ্যে এই নিয়োগ বাতিল না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
আরটিভি/এএএ
রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘লটারি না মেধা’ বলে স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে লটারির ভিত্তিতে ভর্তির প্রথা চলে আসছে। ফলে মেধা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী তাদের কলেজে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই, আমরা চাই তৃতীয় থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হবে।
এ সময় দাবি আদায় না হলে, সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে আসাদ গেট থেকে গাবতলী যাওয়ার পথে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ভোগান্তি পড়েছেন যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ ফোর্স সেখানে পাঠানো হয়েছে এবং তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
আরটিভি/আরএ/এআর
ঢাবি ছাত্রদলের সদ্যঘোষিত কমিটি থেকে বাদ ৬ নেতা, নেপথ্যে ছাত্রলীগ সংশ্লিষ্টতা
ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সদ্যঘোষিত পূর্ণাঙ্গ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ৬ জন নেতাকে। অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিকর ভিডিও প্রদানসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
রোববার (১৭ নভেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এর আগে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাবি শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন অভিযোগের তদন্ত শেষে কমিটি ঘোষণার চতুর্থ দিনেই পদ হারালেন ছয়জন নেতা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ সামনে আসায় সেগুলো তদন্তের জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নতুন কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহপরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন, রায়হান হোসেনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বছরের ১ মার্চ গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছিল ঢাবি ছাত্রদল। কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে ছিলেন মাসুম বিল্লাহ, সহসভাপতি হিসেবে ছিলেন আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন শামীম আক্তার শুভ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন নূর আলম ভূঁইয়া ইমন।
আরটিভি/এসএইচএম-টি
বুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বুয়েটে এবারও দুই ধাপে ভর্তি পরীক্ষা হবে। প্রথমে প্রাক-নির্বাচনী ও পরে মূল ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে আগামী ২৩ জানুয়ারি। ওই পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি।
বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে
আরটিভি/এফএ
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন কখন, জানালেন আসিফ
আগামী জানুয়ারির মধ্যে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘নবীন চোখে গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’ শিরোনামে বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
উপদেষ্টা আসিফ বলেন, শেখ হাসিনার পতন হলেও এখনও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এ অবস্থায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে জানুয়ারির মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ গঠনের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে, গত ৩০ অক্টোবর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছিলেন, জাতীয় নির্বাচনের আগেই সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্ররা রাজনৈতিক অধিকার ফিরে পাবে।
আরটিভি/এসএপি-টি
তিতুমীর কলেজে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী
রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে শিক্ষার্থীদের এ কর্মসূচি শুরু হওয়ার কথা। পূর্বঘোষিত এ কর্মসূচিতে অংশ নিতে এরই মধ্যে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছেন শিক্ষার্থীরা। যেকোনো মূল্যে আজও সড়ক ও রেলপথ অবরোধ করতে চান তারা।
তবে, শিক্ষার্থীদের আজকের এ কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থান গ্রহণ করেছে পুলিশ ও সেনাবাহিনী। সকাল থেকেই তিতুমীর কলেজের ভেতরে কয়েকশ পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরাও।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীরা যেকোনো কর্মসূচিই করতে পারে। তবে, সেটা কলেজের ভেতরেই করতে হবে। রাস্তা অবরোধ করলে যানজটে মানুষের ভোগান্তি হবে।
এর আগে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে গতকাল সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত মহাখালী এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে ব্যস্ততম সড়কটির সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন মানুষ। তাছাড়া শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে ইট-পাথর নিক্ষেপ করেন। এতে শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।
বিকেল ৪টায় অবরোধ তুলে নেওয়ার পর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। কিন্তু বৈঠকে কোনো সমাধান না হওয়ায় সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত আবারও তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
পরে রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবেন তারা। একইসঙ্গে ক্লোজডাউন কর্মসূচি বা কলেজটির সব ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।
আরটিভি/এসএইচএম
তিতুমীরে আজ ‘ক্লোজ ডাউন’, দাবি না মানলে কাল ‘বারাসাত ব্যারিকেড’
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধের সিদ্ধান্ত থেকে সরে এসে আপাতত ‘কলেজ ক্লোজ ডাউন’ কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তবে, সরকার দাবি না মানলে কাল থেকে আবারও সড়ক ও রেলপথ অবরোধে নামবেন বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এ কর্মসূচির নাম দিয়েছেন ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে এক ব্রিফিংয়ের মাধ্যমে এ ঘোষণা এসেছে।
ব্রিফিংয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মতিউর রহমান জয় বলেন, আজকে আমাদের দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টাসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বসবেন বলে জেনেছি। সেখানে আমাদের প্রতিনিধি দলও থাকবে। এ বৈঠক থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে বুধবার বেলা ১১টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।
ব্রিফিং শেষে ‘তিতুমীরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘টিসি না টিইউ’, টিইউ টিইউ’, ‘ডিমান্ড টু গুলশান, ‘তিতুমীর ভার্সিটি’, ‘ডিমান্ড টু বনানী, তিতুমীর ভার্সিটি, ‘অধ্যক্ষ না ভিসি, ভিসি ভিসি’, ‘আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকব’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।
এদিকে ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে তিতুমীর কলেজে। বন্ধ রয়েছে সব ধরনের একাডেমিক কার্যক্রমও।
শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যেন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য কলেজ ক্যাম্পাসের বাইরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, প্রধান উপদেষ্টার প্রতি সম্মান জানিয়ে শেষবারের মতো তার সিদ্ধান্তের অপেক্ষায় আজ শুধু ক্লোজ ডাউন কর্মসূচি চলবে। তিতুমীর বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো সিদ্ধান্ত নিলে বা কোনোরকম চক্রান্ত কেউ করলে তাৎক্ষণিকভাবে বারাসাত ব্যারিকেড কর্মসূচি শুরু হবে। প্রয়োজনে আরো বড় কর্মসূচির ডাক দেওয়া হতে পারে।
আরটিভি/এসএইচএম-টি