বিইউপির ৮ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহারের দাবি
কোটা সংস্কার আন্দোলনে পুলিশ-ছাত্রলীগ দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলার বিচারসহ একাধিক দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আরও ৬ শিক্ষার্থীকে আর্থিক দণ্ডের শাস্তি দেওয়া হয়। এই শিক্ষার্থীদের শাস্তি প্রত্যাহারসহ দুই দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানান তারা।
সাধারণ শিক্ষার্থীরা অনতিবিলম্বে আটজন শিক্ষার্থীর ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া সব ধরনের শাস্তি প্রত্যাহার এবং ১৮ জুলাই পুলিশ ও ছাত্রলীগের দ্বারা বিইউপির শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার সঠিক তদন্ত সাপেক্ষে বিচার দাবি করা হয়।
এ সময় তারা অভিযোগ করেন, এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন মহল থেকে ভয়ভীতি দেখানো হয়েছে। পটপরিবর্তনের পর দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন হলেও এখনও কেন বিইউপির ভিসি অপসারণ করা হয়নি এ নিয়েও প্রশ্ন তুলেন শিক্ষার্থীরা।
গত ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আরও ছয় শিক্ষার্থীকে আর্থিক দণ্ডও করা হয়।
শাস্তি পাওয়া শিক্ষার্থীরা জানান, গত বছরের ১৮ জুলাই পুলিশ-ছাত্রলীগের দ্বারা বিইউপি শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার বিচার, সেমিস্টার ফি কমানো, কোটার যৌক্তিক সংস্কারসহ বিভিন্ন দাবিতে গত ১ সেপ্টেম্বর বিইউপি ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রয়োজনীয় সংস্কার কাজের অংশ হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৯ দফা দাবি পেশ করা হয়। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক শিক্ষার্থীকে সাময়িকভাবে ক্লাস-পরীক্ষা থেকে অব্যাহতি দেয় বিইউপি প্রশাসন।
আরটিভি/এমএ/এস
মন্তব্য করুন