• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

তিতুমীর কলেজের মূল ফটকে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার

আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৫, ১৩:০৭
ছবি: সংগৃহীত

ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার লাগিয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের এই উদ্যোগ।

ব্যানার টানানোর পর শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজের বিশাল অবকাঠামো, ব্যবস্থাপনা এবং বিপুল শিক্ষার্থীর সংখ্যা এই প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য যথেষ্ট।

শিক্ষার্থীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হলে শিক্ষার মান আরও উন্নত হবে এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে।

এর আগে, সকালে কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে মহাখালী- আমতলী সড়ক প্রদক্ষিণ করে আবারো মূল ফটকের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তিতুমীর বিশ্ববিদ্যালয় নামে ভেতরে ও বাইরে আগের নাম ফলকের উপরে ব্যানার টাঙ্গিয়ে দেন আন্দোলনকারীরা।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় সমকক্ষ তৈরির প্রস্তাব দিয়েছে। যা তিতুমীর কলেজে মানে না। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

জানা যায়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হলেও এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এ অবস্থায় পুনরায় বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

অনেকদিন ধরেই তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি করে আসছেন শিক্ষার্থীরা। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করাসহ তিনদফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করেছিলেন কয়েকশ শিক্ষার্থী।

আরটিভি/ এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃত্বে ইমাম-সেলিম
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর যাচাইয়ে ৫ সদস্যের কমিটি
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ফের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি